শ্যামা মায়ের মন ভোলাবি তাই কি এত রূপ
আসন পেতে বসে আছি জ্বালিয়ে দুটি ধূপ।
যেই দিয়েছি মার চরণে খুশিতে ঝলমল
কপোল বেয়ে পড়ল ঝরে আমার অশ্রুজল।


মনে মনে বলছি আমি করিস নে মা ছল
জবা যদি না পাই তবে করব কি মা বল?
গাছের ফুল তো গাছের শোভা দৃশ্য অভিরাম
ফুল বিহনে বিবর্ণ রূপ করুণ পরিণাম।


ফুলের টানে মধুপ আসে ভোলায় যত দুঃখ
সকল ব্যথা হরণ করে জাগায় মনে সুখ।
পাতা বা ফুল তুলতে আমার চায় না কভু মন
থাকনা গাছে বাড়ায় শোভা যা আছে যেমন।


চরণ দুটি ধুইয়ে দেবো করিস নে মা রাগ
রাঙাতে মা করবো উজাড় আমার অনুরাগ।
দূরে ঠেলে দিসনে মাগো একটু কৃপা চাই
ওটুক বিনে আমার কোনো বাঁচার উপায় নাই।