গন্ধ নেবো বলে
অজিত কুমার কর


ডালে ডালে আমের মুকুল
মৌমাছিদের মেলা,
সারাটাদিন ফুলের সাথে
ওদের চলে খেলা।


এখন ফাগুন, বসন্তকাল
শহিদ-স্মৃতি জাগে,
স্মরণ করি যে যার মতো
গিয়ে শহিদ-বাগে।


গ্রন্থমেলা বছর বছর
শহরে আর গ্রামে,
নতুন বইয়ের গন্ধ পেতে
মানুষের ঢল নামে।


বইটা খুলে দু'চোখে বুজে
মুখটা ঢেকে ধরি,
বুকভরে শ্বাস টানি তখন
বারকয়েক তা করি।


বইমেলাতে লোকের মেলা
আনন্দ না ধরে,
পছন্দসই গ্রন্থ কিনে
রাত্রে ফিরি ঘরে।


© অজিত কুমার কর