তোমার ছোট্টো ওই দুটি চোখে
        কত ছবি লুকিয়ে আছে
এক এক করে বেরিয়ে আসে
       ফুটে ওঠে ক্যানভাসে
                    জীবন্ত হয়ে।


হৃদয়ে দোলা দেয়
   ভাবতে শেখায়
             নিশ্চল ছবিগুলো ,
ওর মধ্যেই অন্তর্লীন
            ভাবনার মাহাত্ম্য।



একটা রেখার কত অর্থ
কেউ ভাবে ওটা রেখাই
    কেউ ভাবে লাঠি
আবার কেউ ভাবে
    অন্যায়ের বিরুদ্ধে
       তীব্র প্রতিবাদের কশা।
এ যেন মাঠভরা ফসলের জন্য
           ছোট্টো একটা কৌটো।
অনন্য বহিঃপ্রকাশ
       ওই একটিমাত্র রেখায়।


ছবি কথা বলে-
সে ভাষা কখনও বোধোগম্য
কখনও বা প্রাচীন শিলালিপির
       দুর্বোধ্য কোনও ভাষা।
দর্শকের উপলব্ধি
    কখনও মেলে
               আবার মেলে না।


(এক প্রথিতযশা চিত্রী)