গায়ের বধূ


নামেনি সন্ধ্যা এখনো গোধূলি
মেঠোপথে ঘরমুখী
কত কাজ পড়ে নিকানো গোছানো
দেরি করা বড় ঝুঁকি।
যদিও এখন ফরসা আকাশ
সবুজের মেলা এপাশ-ওপাশ
শরৎ হলেও তবুও আকাশে
মেঘ মারে উঁকিঝুঁকি।


ছোটো মেয়ে উমা একা ঘরে আছে
তাকিয়ে পথের পানে
ফিরবে কখন জননী যে তার
হিসাবটা ঠিক জানে।
আগেভাগে তাই গিয়েছিল মাঠে
রোদ মুছে গেলে রবি যাবে পাটে
দেরি করে গেলে নামবে আঁধার
সাঁঝতারা দেবে টুকি।
---
#অজিত কুমার কর