গাঁয়ের ছেলের স্বপ্নপূরণ


যে ছেলেটি ফার্স্ট হয়েছে এই পাড়াতেই থাকে
দেখবি যদি চল তাহলে ঘরেই পাব তাঁকে।
পাড়ার ভিতর রাস্তা সরু ডাইনে-বাঁয়ে গলি
মিনিট পাঁচেক এঁকেবেঁকে দুজনে পথ চলি।


ওই তো মাণিক আঁকছে ছবি পোষ্য বসে পাশে
সাঁতারে ও' ভীষণ পটু, দৌড়তে ভালোবাসে।
'মাণিক তুমি পাড়ার গর্ব সত্যিকারের গুণী
ভবিষ্যতে কী হতে চাও বলো তো ভাই শুনি।'


'গাঁয়ের মানুষ বড়ই গরিব দেখবে ওদের কে বা
ডাক্তার নেই এ' অঞ্চলে ক'রব জনসেবা।'
'আমরা তোমার পাশে আছি স্বপ্ন পূরণ হবে
জানি জানি ভরবে ভুবন তোমারই সৌরভে।'


পঙ্কে ফোটে কমলকলি অষ্টমীতে লাগে
প্রস্ফুটিত একটি পদ্ম ভরায় অনুরাগে।
অখ্যাত এই গলির পাশে এক কৃষকের ঘরে
একটি তারার আবির্ভাবে আলোয় গেল ভরে।

জনসেবা করছে এখন গাঁয়েরই সেই ছেলে
দেশে এমন মহানুভব কোটিতে এক মেলে।
গ্রামের মানুষ পাচ্ছে সেবা ভীষণ খুশি তাঁরা
চিকিৎসা না পেয়ে মানুষ আর যাবে না মারা।


#অজিত কুমার কর