গাও জীবনের গান
অজিত কুমার কর


একা একা যায় না গাওয়া জীবনের জয়গান
কী করে তাই ভাসাই বল সাগরে সাম্পান।
একটা মুষ্টি ঊর্ধ্বে তোলা হয় কি তাতে কাজ?
তাকায় না কেউ, তুচ্ছ ব্যাপার, তাকায় পড়লে বাজ।


লক্ষ লোকের পায়ের চাপে সব ভেঙে চুরমার
তখন সবার টনক নড়ে ভাঙবে সিংদুয়ার।
সংঘবদ্ধ হলেই হবে অসাধ্যসাধন
দাবানলের ভয়ানক রূপ ধ্বংস আমাজন।


গাইতে দেয় না শাসকশ্রেণি করে কণ্ঠরোধ
দেশদ্রোহী ছাপ লাগাবে গুমরায় ক্ষোভ ক্রোধ।
স্ট্যানস্বামীকেও মরতে হলো চরম দুর্দশায়
সব তো কেমন থিতিয়ে গেল, এভাবেই হারায়।

হাজার প্রতিবন্ধকতা, অসির আস্ফালন
ইউক্রেনের বুকে শানায় তীব্র আক্রমণ।
রাষ্ট্রসংঘ নীরব দর্শক ঠুঁটো জগন্নাথ
বৃহৎশক্তি ধনীদেশের হুহুংকারে কাত!


জীবনের গান গাইলে তবেই আসবে সুসময়
অসাম্য দূর হবেই হবে শুভশক্তির জয়।
শ্রমিক-কৃষক-আমজনতার ক্ষমতা নিঃসীম
শ্রীলঙ্কাতে রোষানলে শাসকের গা হিম!


© অজিত কুমার কর