গার্হস্থ্য জীবন
অজিত কুমার কর


পাক খেয়ে যায় পৃথিবী চাঁদ
দিনমণির টানে,
সাগর-বুকে জোয়ার-ভাটা
সাড়া জাগায় প্রাণে।


গতিশীল এই ধরণিতে
কী করে স্থির থাকি,
যে যার মতো ব্যস্ত সবাই
দিই না কাজে ফাঁকি।


পরিণয়ের মাধ্যমে হয়
একটি সুখের বাসা,
পরস্পরের ভালোবাসায়
মেটে সকল আশা।


পাশে থেকে হাত মেলালে
আসবে কাজে গতি,
যতই কষ্ট হোকনা কেন
ভুলবে জায়া পতি।


সকল ক্লান্তি দূর হয়ে যায়
দূর থেকে ঘর এলে,
চাঁদও তখন মলিন দেখায়
একটু সোহাগ পেলে।


© অজিত কুমার কর