ঘুচলো অন্তরায়
অজিত কুমার কর


এ মন চুরি এক নিমেষেই
ওকে দেখার সাথেসাথেই
আমি তখন আমিতে নেই
এমন প্রেমডোর,
তিরবেঁধা এক পাখি যেন
নড়নচড়ন বন্ধ কেন
ধুকপুকানি থামেনি তো
আর কাটে না ঘোর।


শতদলের মতোই আঁখি
অপলকে তাকিয়ে থাকি
নাকছাবিতে রঙের ঝিলিক
কানে ঝুমকো দুল,
বাতাসটা তো দুষ্টু ভারী
আটকাতে কি আমি পারি?
এক ঝটকায় এলোমেলো
শ্রীমুখ ঢাকল চুল।

চাঁপার মতো আঙুল দিয়ে
চুলগুলোকে দেয় সরিয়ে
বিরক্তি নেই, ফুটল  হাসি
আমি তো নিশ্চুপ,
হেলদোল নেই আচরণে
নূপূর নীরব ওর চরণে
আগুন দিলে কেবল তখন
গন্ধ ছড়ায় ধূপ।


এবার কী যে করণীয়
প্রথম সুযোগ, অদ্বিতীয়
আড়ষ্ট ভাব কাটিয়ে বলি
চোখের ইশারায়,
কী বুঝে ও থমকে গেল
পা পা করে এগিয়ে এল
হাসিমুখে আমিও গেলাম
ঘুচলো অন্তরায়।


© অজিত কুমার কর