ঘুমভাঙানিয়া


পাখির শিসে ঘুম ভেঙে যায়
                       প্রভাত তখন
ভুল করে না একটি দিনও
                       আপন এমন।
      কে যে অমন আলোক ঢালে
      রাতের শেষে সাতসকালে
পাতায় ঘাসে তাল-তমালে
                        রাঙায় এ' মন।


বুঝতে আমার রয় না বাকি
                    এ কাজ তোমার
প্রাণের মাঝে জাগাও সাড়া
                     প্রিয়ম আমার।
      নিবিড় ভাবে তোমারে পাই
      তোমার দেওয়া বীণা বাজাই
বিমোহিত তোমায় পেয়ে
                        হৃদয়হরণ।
---
@অজিত কুমার কর