গান গেয়ে মা ঘুম পাড়াতো বিছানাতে শুয়ে
মাটির ঘরে একতলাতে চৌকিতে নয় ভুঁয়ে।
দু'চার কলি শোনার পরে আসতো দুচোখ বুজে
ঘুমের দেশে হারিয়ে যেতাম পেতাম না আর খুঁজে।


তখন আমি ভেসে বেড়াই শূন্যে আকাশ-কোলে
ঝাঁকে ঝাঁকে ময়না টিয়া পাশ দিয়ে যায় চলে।
ওদের ছোঁয়ার চেষ্টা করি দেয় না মোটে ধরা
মায়ের কোলে আমি তো নেই ঘুমোয় সহোদরা।


মাকে আমি বলছি ডেকে গল্পটা ফের বলো
সুয়োরানির কত আদর পোশাক ঝলোমেলো।
রাজার কেন এমন স্বভাব, দুষ্টু এমনতরো
দুয়োরানির একলা জীবন অশ্রু ঝরোঝরো।


ঘুম ভেঙে যায় অনেক ভোরে তখন আঁধার দেখি
সত্যি সত্যি আমি তো নেই মা'র কোলে বোন এ কী!তখনো মার ঘুম ভাঙেনি উঠবে একটু পরে
জানলা দিয়ে আলোর ছটা ঘরে প্রবেশ করে।