গীতি কবিতা
অজিত কুমার কর


কান পেতে রই কখন তোমার পায়ের নূপুর বাজে
তাকিয়ে থাকি পথের পানে মন লাগে না কাজে।


যখন রবি যাবে পাটে
যাব তখন নদীর ঘাটে,
জানতে যদি কেউ পেরে যায় মরতে হবে লাজে।
কান পেতে রই কখন তোমার পায়ের নূপুর বাজে
তাকিয়ে থাকি পথের পানে মন লাগে না কাজে।


যেতে যেতে ভাবতে থাকি
না যদি পাই তোমার দেখা,
কেমন করে ফিরব আমি
আঁধার রাতে তখন একা।


কেন যে দাও আমায় ফাঁকি
সারাটি ক্ষণ তোমায় ডাকি,
কবে আমায় দেবে সময় পূজতে অধিরাজে।
কান পেতে রই কখন তোমার পায়ের নূপুর বাজে
তাকিয়ে থাকি পথের পানে মন লাগে না কাজে।


© অজিত কুমার কর