*                  গীতি কবিতা
               অজিত কুমার কর


                          পরিয়ে দিতেম সোহাগ ঢেলে
আসবে বলে এলে না তো আমায় ছেড়ে কোথায় গেলে।
একলা বসে নদীর ঘাটে    বিরস মনে সময় কাটে
দেখতে পেতে রংয়ের খেলা ঠিক সময়ে ঘাটে এলে।
যা চেয়েছো তাই এনেছি মানাতো বেশ তোমার গলে
কখন তোমার নূপুর বাজে, রং মেখে ঢেউ খেলছে জলে।
ছেড়ে গেল পারের খেয়া    গন্ধ ছড়ায় পাশের কেয়া তোমার জন্য যা এনেছি পারি না তা দিতে ফেলে।