তুমি  না বলে কখন চলে গেলে
       আমি পারিনি তোমারে ভুলিতে
       তোমার পরশ রয়েছে জড়ায়ে
       পারিনি সে মালা খুলিতে।
           যেখানে যেখানে পড়েছে চরণ
           যায়নি হারিয়ে রয়েছে তেমন
       ক্যানভাসে ফোটে তোমারি মুরতি
       আমার হাতের তুলিতে।


      আকাশের তারা একে একে ডোবে
      শুক শারি হাসে গগনে
      সেদিনের স্মৃতি ভিড় করে আসে
      শীতল দখিনা পবনে।
           এভাবে আমারে বিষাদে ভরায়
           বোঁটা হতে ফুল ঝরে এ ধরায়
      কত ব্যথা তার অন্তরে থাকে
      লুটায় ধূসর ধূলিতে।