*                 গন্তব্য বৃদ্ধাশ্রম
                 অজিত কুমার কর


      বৃদ্ধাশ্রমে পাঠাতে চাস আপত্তি নেই আর
      রাখবো কোথা রত্নরাজি প্রত্যহ দরকার।
                বরাদ্দ তো একখানি ঘর
                করবে ওরা বেশ সমাদর
     আদর-যত্ন চাই না বেশি বাড়বে ব্যথাভার
       চাহিদা তো খুবই অল্প বলেছি বারবার।


একা তো নয় সঙ্গে যাবে আরো তো একজন
সে যে আমার জীবনসাথি সঁপেছি তায় মন।
             গল্প করি পড়ি লিখি
             নতুন কতকিছু শিখি
  মায়ের দেওয়া এ অলংকার সঙ্গী অনুক্ষণ
      হৃদমাঝারে ধরে রাখি অমূল্য এমন।


  রত্নরাজি গুছিয়ে নিতে লাগবে সময় বেশ
সকাল থেকে ব্যস্ত থাকি কাজেরও নেই শেষ।
           তারিখ সময় দিবি বলে
            কষ্ট পাবো তা না হলে
   তথ্য পেতে করতে হবে তখন হাপিত্যেশ
কাটবে না তা খুব সহজে চলবে তারই রেশ।


    বাসস্থানের মায়া কাটা মোটেও নয় সহজ
    আমার প্রিয় জন্মভূমি করবে যে শোকজ।
             যদি শুধায় কোথায় যাবি
              জবাব দিতে খাব খাবি
  বলবে তখন এখানে থাক মায়েরই নাম ভজ
আর তো মাত্র ক'দিন বাকি করুকনা গজগজ।