গর্বিত জননী ভারতবর্ষ
অজিত কুমার কর


পাহাড়-সাগর-ঝরনা-নদী নিবিড় বনাঞ্চল
এই আমাদের ভারতবর্ষ গর্বিত উচ্ছল।
এমন দেশে জন্ম আমার আমি ভাগ্যবান
বিসমিল্লা সানাই বাজান শুনে জুড়ায় প্রাণ।


গ্রামবাংলার অনন্য রূপ মনোমুগ্ধকর
অনাড়ম্বর জীবনযাপন মায়ের সমাদর।
স্বর্ণালি ক্ষেত মুক্ত বাতাস রোদ্দুরে ঝিলমিল
ঢেউ খেলে যায় ধানের শিষে আকাশ ঘন নীল।


নদীমাতৃক দেশ আমাদের নামলে বিপর্যয়
দুঃসাহসী ভারতবাসী পায় না মোটেও ভয়।
উত্তরে সুউচ্চ প্রাচীর বহুদূর বিস্তার
প্রকৃতি মা'র হৃদয় দরাজ এ যে সন্তান তাঁর।


বল্লভভাই-সুভাষচন্দ্র-যতীন-ক্ষুদিরাম
এদের পেয়ে ভারতমাতার পূর্ণ মনস্কাম।
বিজ্ঞানীদের আবিষ্কারে সুখ্যাতি অর্জন
জলে-স্থলে-অন্তরীক্ষে সফল পদার্পণ।


জীবসেবাই পরম ধর্ম নয়কো ভেদাভেদ
স্মরণ করলে এমন বাণী মুছবে মনের ক্লেদ।
রামকৃষ্ণ, মা-সারদা ভারতের গৌরব
সুগন্ধি ফুল অনন্তকাল ছড়াবে সৌরভ।


© অজিত কুমার কর