গোঁড়াদের চোখে বিদ্যাসাগর
অজিত কুমার কর


বিধবাদের বিয়ে দেবে, কে  সে, কেমন লোক?
রসাতলে যাবে সমাজ দুষ্টুলোকের শোক!
লিখছে নাকি জোরকদমে বর্ণপরিচয়!
লেখাপড়া করলে নারী নামবে বিপর্যয়।


যত ইচ্ছা করবো বিয়ে কী যায় আসে ওর
দরদ যেন উথলে ওঠে, চলছে কলি ঘোর!
সাহেব না হয় পা তুলেছে, কি আছে অন্যায়
জুতো দেখা সাহেবকেও তেমনি কায়দায়!


নাবালিকা করবো বিয়ে কোথায় অপরাধ
ব্যাগড়া দিল ওই বামুনই অপূর্ণ রয় সাধ।
কত টাকা আয় করে ও', চাইলে দিয়ে দেয়
গরিব-দুঃখী-মধুসূদন ওর কাছে ধার নেয়।


নেবার সময় নিচ্ছে ঠিকই দেয় না ফেরত কেউ
গা'য় লাগে না একটুও ওর এত নিন্দা ঢেউ।
এমন জেদি একগুঁয়ে লোক ভূভারতে নেই
তলিয়ে গেলাম আমরা সবাই সাগর-তুফানেই।