পয়গম্বর আল্লা রসুল সাম্যের উদ্গাতা
বিশ্বভুবনে বিপদে আপদে ভক্তকুলের ত্রাতা।
জীবনপ্রবাহ কণ্টকময় দীনের চেয়েও দীন
বাল্যকালেই পিতৃবিয়োগ দশা বড় সঙ্গিন।


দাদাঠাকুরের যত্ন আদরে কেটেছে বাল্য তাঁর
আত্মনির্ভর হতেই হবে এ চিন্তা অনিবার।
ধনী রমণীর আশ্রয় পেয়ে দুর্দশা অবসান
খাদিজার সাথে শুভ পরিণয় হজরত মহীয়ান।


কঠোর সাধনায় সিদ্ধিলাভ দেখা দেন ঈশ্বর
মানবজাতির মুক্তিসাধনে অর্পিত হ’ল বর।
ঈশ্বর আল্লা অদ্বিতীয় পরম ব্রহ্ম সার
জীবজগতের কল্যাণে রত তব করুণা অপার।


মক্কা মদিনা হজের তীর্থ নবীর পীঠস্থান
পরম পুণ্য দর্শনলাভে আল্লার নামগান।