********************************
ঘটত যেসব চার দেয়ালে এখন চলে খোলা হাওয়ায়
কীসের নেশায় ঘাম ঝরিয়ে ঘর বানাতে ঝক্কি পোহায়!
                চারিদিকে প্রশস্ত মাঠ
            নিষ্প্রয়োজন চৌকি বা খাট
মস্তি চলুক সবুজ ঘাসে নয়তো জলে পুকুর ডোবায়।


জাহির করি সভ্য বলে দেখে মনে হয় না যে তা
বাঁধনছাড়া কার্যকলাপ বুক চিতিয়ে বলবে কে তা।
            সদলবলে আসবে তেড়ে
           নিমেষে প্রাণ নেবে কেড়ে
ওদের ভয়ে সিঁটকে থাকি স্বাধীন দেশের স্বাধীনচেতা।


সেদিন দেখি ফুলকলি দুই লেপটে আছে তরুর গায়ে
এমন ছবি দেখতে হ’ল মিলনমেলায় যাবার দায়ে।
              নীরব সবাই আমার মতো
             এভাবে রোজ ঘটছে কতো
ট্রেনের ভিতর হাটবাজারে, রাস্তাঘাটে ডাইনে বাঁয়ে।


পাল্টে যাচ্ছে জীবনযাপন পরাবে কে লাগাম ওদের
   দুঃসাহসী বড্ড ওরা বেপরোয়া যেমনটি শের।
              চক্ষুলজ্জা সে আবার কী
              ওরা যে সব তরুণ তুর্কি
তেমনি দোসর জোটে ওদের আগের চেয়ে তফাৎ কি ঢের?
**********************************