জুড়াল দহন-জ্বালা আষাঢ়-বর্ষণে
গুরুগম্ভীর গর্জন বিজুরি চমক
অঙ্কিত বিচিত্র চিত্র, প্রচন্ড ধমক
ভয়ে শিহরিত আমি কুটিরে এক্ষণে।
দিবসে আঁধার দেখি নীলনবঘনে
উড়ে এল ভিজে ভিজে একঝাঁক বক
বর্ষণমুখর দিনে প্রিয়ার গমক
জোগাল পরম তৃপ্তি হৃদয়ে ও মনে।


তরণির 'পরে বসে একাকিনী সুধা
ওপারে যাবার আজ যাত্রী কেহ নাই
কেমনে কাটাবে দিন পারানি না পেলে।
মেটে না বৃষ্টির জলে বুভুক্ষুর ক্ষুধা
উদর ভরাতে গেলে মুঠি অন্ন চাই
অন্তরে ভরসা পায় ঘাটে যাত্রী এলে।