হাসি দিয়ে জয়
অজিত কুমার কর


হলেও আমরা ছোট্টো শিশু
অসীম মনোবল,
পেরোই আমরা খুব সহজে
বাধার বিন্ধ্যাচল।


ধরতে পারি রাত্রিতে চাঁদ
পাতি এমন ফাঁদ,
আমি হাসি চাঁদও হাসে
'ধরাতে ওস্তাদ!'


সবার মুখে হাসি ফোটাই
যতই দুঃখ থাক,
ফুলের সাথে নেইকো তফাৎ
আমিও নির্বাক।


একটি শিশুর আবির্ভাবে
আলোয় ভরে ঘর,
মায়ের কোলই যদিও তাঁর
বিশ্ব চরাচর।


ছোটোর দাবি প্রাধান্য পায়
সেথায় বড়র হার,
কান্না কিংবা নিরবতা
শিশুর অস্ত্রাগার।


© অজিত কুমার কর