হেমন্তের ঘ্রাণ


শরৎ গেলেও শিউলি ঝরে ঘাসে
ফোটে যখন, হাওয়ায় গন্ধ ভাসে
রং ধরেনি ধানের শিষে মাঠে
প্রতীক্ষাতে এখন সময় কাটে।


কাস্তেগুলো চকচকে না হলে
ভোঁতা অস্ত্রে ধানকাটা কি চলে।
কাটার পরে বাঁধবে ধানের আঁটি
হতেই হবে বাঁধন পরিপাটি।


হেমন্তকাল সুখের প্রতিচ্ছবি
মনোবীণায় ঝংকৃত ভৈরবী।
ক্ষেতখামারে এখন ব্যস্ত চাষি
নবান্নতে আনন্দ এক রাশি।


শিউলী হাঁকে, মাথায় রসের হাঁড়ি
'কে খাবে গো, আসুন তাড়াতাড়ি'
প্রভাতবেলা হালকা শীতের ছোঁয়া
আসবে এবার নলেন গুড়ের মোয়া।


তৈরি হবে কতরকম পিঠে
পুলিপিঠে পাটিসাপটা মিঠে।
হেমন্তকে সবাই ভালোবাসে
পদ্মকলি দিঘির বুকে হাসে।


@অজিত কুমার কর