হোহো হোহো হাসি
অজিত কুমার কর


হোহো হোহো হাসি খুশি রাশি রাশি
উবে যাবে যত দুখ,
কাজ আর কাজ পর রাঙা সাজ
দেখো পাবে বড় সুখ।


দুখ এলে পরে মন কেঁদে মরে
ভেঙে পড়ে নারী নর,
রাত শেষে ভোর খুলে যাবে দোর
ঢেলে দেবে রবি কর।


আহা মরি মরি ছুটে চলে তরি
শুরু করে মাঝি গান,
ঘাটে ঘাটে থামে ওঠে আর নামে
দেখো চেয়ে পাত কান।


সখা সখী যারা পাশে আছে তারা
কেন পাও মিছে ভয়,
কেউ দেবে ফুল ভেঙে যাবে ভুল
হবে হবে হবে জয়।


© অজিত কুমার কর