মানবের মাঝে কেন এত ভেদাভেদ
আদম ও ইভ থেকে সকলে উদ্ভুত
বুঝি না কেন যে তবু মনন বিচ্যুত
মানবতাবোধ হতে। জমে মনে ক্লেদ
আত্মগরিমার বশে । স্বজন-বিচ্ছেদ ,
মূলে ধর্মের গোঁড়ামি । মানুষ অচ্ছুত!
রঙে বর্ণে উচ্চ-নীচে খোঁজে নাকো খুঁত
গ্রন্থ-সাহিব কোরাণ বাইবেল বেদ ।


পৃথিবী অশান্ত আজ শুধু স্থলে নয়
জল অন্তরীক্ষ জুড়ে লেলিহান শিখা
ক্ষমতার আস্ফালন নির্মমতাময়
কালের গহ্বরে টানে ঈর্ষা অহমিকা।
বিশ্ব নেতৃত্বের  কানে কে জোগাবে মন্ত্র
‘ছড়াও ভুবনে শান্তি- নয় ষড়যন্ত্র’ ।