হুল দিবস


যত বঞ্চনা শিখা তত লেলিহান
রুখে দাঁড়িয়েছে তেজিয়ান সাঁওতাল
শাসনযন্ত্র যা দেখেনি এতকাল
সিধু-কানু-চাঁদ-ভৈরব আগুয়ান।


লুটেরার দল বজ্জাত ইংরেজ
দিল পিছুটান ধেয়ে আসে শত তির
বুক ফালাফালা করে দেবে চৌচির
শ্বেতাঙ্গ দেখে কালো মানুষের তেজ।


এ দেশ আমার তোমরা বহিরাগত
এই অরণ্যে আমাদের আস্তানা
সৃজন করছি শ্রম দিয়ে একটানা
কর হে এবার আচরণ সংযত।


সেদিনের কথা লিখে গেছে ইতিহাস
বিদ্রোহীদের সকরুণ পরিণাম
ভোলেনি মানুষ জীবনের সংগ্রাম
চির অমলিন বিক্রমী প্রতিভাস।


© অজিত কুমার কর