কোথা থেকে কেন এল এক ঝাঁক হর্নবিল!
এখানে তো নেই কোনো নদীনালা বড় ঝিল।
পরনে বাহারি শাড়ি সেজেগুজে করে নাচ
কীবা হতে পারে এটা ভেবে ভেবে করি আঁচ।


কোহিমার কিসামাতে আয়োজন এতসব
বছরের শেষ মাসে হর্নবিলে মাতে সব।
চলে তা সপ্তাহব্যাপী প্রীতিময় কী মধুর
লুকোনো যায় না খুশি গীতিময় মিঠে সুর।


উপজাতি রমণীর বেশভূষা অনুপম
সাবেকি গহনা গায়ে, পুরুষেরা নয় কম।
মাথার দুপাশে শিং হাতে পায়ে নানা সাজ
মেতেছে আনন্দে ওরা এ সময়ে নেই কাজ।


আঞামি-কায়াক-শুমি ধনুর্বাণে দেয় টান
পোশাক-আশাক ভিন্ন, রকমারি শিরস্ত্রাণ।
হাজির বিদেশ থেকে, এ দেশের জনগণ
শীতের আমেজ মেখে ভরে নেয় প্রাণ মন।


ভাস্কর্য সম্ভার নিয়ে আসে কত প্রতিযোগী
চিত্রশিল্পীরা হাজির, আরো কত শিল্পোদ্যোগী।
পেয়েছে সুখ্যাতি বিশ্বে হর্নবিল রক গান
বেড়েছে নাগার সাথে দেশমাতৃকার মান।