আমার সীট জানলা ধারে
পাশেই একটি শিশু
মুখটি যেন পদ্মকলি
হাসছে প্রভু জিশু।


আমার দিকে তাকিয়েছিল
বাড়াই দুটি হাত
এগিয়ে এসে উঠল কোলে
হাসি দিয়েই মাৎ।


দুঃখটুকু উবেই গেল
শিশুসঙ্গ পেয়ে
কচি হাতের আলতো ছোঁয়া
হৃদয় রাখে ছেয়ে।


নাম শুধাতে বলল হেসে
মা দিয়েছে বীণা
আরও তিনটে নাম রয়েছে
মিষ্টি, হাসি, তৃণা।


এত্তোগুলো নাম তোমার!
কে দিয়েছে সব
একটা দাদু একটা ঠামি
যেন মহোৎসব।


একটা চকো হাতে দিতেই
আয়েস করে খেল
একটু পরে খুকুর চোখে
ঘুম জড়িয়ে এল।