হৃদয়েও তুফান ওঠে


চাহিদা নয় একটুও কম
ফিরিস্তিতে হারাচ্ছি দম
তিল কোথাও নেই জরুল আছে
রং টাও ঘোর লাল
টোল পড়ে না কোনো গালে
এমন আমার হাল।


চোখের তারা ভীষণ কালো
শুষতে পারে রবির আলো
নীল রয়েছে সাগরবুকে
ওঠে প্রবল ঢেউ
কখন যে তায় তুফান ওঠে
টের পাবে না কেউ।


এটুক খবর দিয়ে দিলাম
দিয়ে আমি স্বস্তি পেলাম
ডুব দেবে কি এই সাগরে
আছে চোরা স্রোত
অতল জলে কত মাঝির
হারিয়ে গেছে পোত।


বেহাল দশা চুলের আমার
কে বা আছে যত্ন নেবার
বাবুই পাখির বাসা যেমন
হাওয়ায় দোদুল দোল
বাগে আনা খুবই কঠিন
খাওয়াবে ঠিক ঘোল।


#অজিত কুমার কর