হৃদয়হরণ
অজিত কুমার কর


সবুজের সমারোহ যেদিকে তাকাই
অবিশ্রান্ত কাজ তবু ক্লান্তি ভুলে যাই।
মেঠো পথে হেঁটে যায় কত নরনারী
তাকালে কাজের ক্ষতি পোশাক বাহারি!


এখন উত্তরায়ণ নতুন বছর
মটর সরিষা ফুল রং মনোহর।
এখন রয়েছি মাঠে পড়ন্ত রোদ্দুর
নূপুরের ধ্বনি শুনি লাগে সুমধুর।


হাতের কোদাল স্থির কে ও নীলাম্বরী?
বিস্ময়ে বিমূঢ় আমি এ যেন অপ্সরী!
পলক পড়ে না আর কী হলো আমার?
তিরিশ বসন্ত একা কেটে গেছে যার।


তাকাল আমার পানে ডাক ইশারায়
আল ধরে কাছে যাই অতি দ্রুততায়।
কী দিয়ে যে করি শুরু স্তব্ধ ক্ষণকাল
তা দেখে পুলকে রাঙা ওর দুটি গাল।


'আমার চোখের ভাষা দুর্বোধ্য তো নয়
তবুও বোঝোনি তুমি, এরে প্রেম কয়!
এতদিন পর তবে ধরেছে মুকুল
কে যেন বাজাল শঙ্খ ছড়াল কে ফুল।


© অজিত কুমার কর