*                 ঈশ্বর দর্শন
                অজিত কুমার কর


      দেখা দাও, দেখা দাও দয়ালু ঈশ্বর
কোথায় লুকায়ে তুমি      খুঁজে ফিরি বিশ্বভূমি
      সাকার না নিরাকার ব্যাকুল অন্তর।


সে জন কোথায় থাকে     শুধাবো এখনি তাকে
      যে জন পেয়েছে দেখা, ঠিকানা কী তার?
কোনো কাজে নেই মন      দ্বন্দ্ব চলে অনুক্ষণ
     কোথা গেলে পাব দেখা ঈশ্বর তোমার।


কত কী খবর পাই        সাথে সাথে ছুটে যাই
      ব্যর্থ মনোরথে ফিরি হতোদ্যম হয়ে,
কালিমা চোখের কোণে   হাহাকার কেবা শোনে
       নিশিদিন ভাবি আমি ব্যথা সয়ে সয়ে।


কে যেন বারতা দিল        এতদিন কোথা ছিল
       'চলে যাও গঙ্গাতীরে মন্দির প্রাঙ্গণে'।
চিত্তে জাগে শিহরন            সুপ্তি থেকে জাগরণ
       সর্বশক্তিমান বসে প্রতীক্ষা এক্ষণে।


'এলি এতদিন পরে'        শুধালো কোমল স্বরে
       'আয় আয় কাছে বোস সম্মুখে আমার।
মনের বাসনা যত           মিটাবো এখনি তত
        দেখা পাবি ঈশ্বরের কী আকার তার।'


চেতনা হারিয়ে গেল       সম্মুখে মা কালী এল
       আলোয় আলোকময় ধরিত্রী এখন।
'অভাব যেটুকু আছে     নে-না চেয়ে মার কাছে'
       'জ্ঞান দাও বুদ্ধি দাও', আড়ষ্ট এমন।