ঈশ্বরচন্দ্র এক সূর্য


কে দিয়েছে পথের দিশা কে এনেছে ভোর
কে কাটাল লড়াই করে আধাঁর ঘনঘোর?
কে এঁকেছে অ-আ-ক-খ, বর্ণপরিচয়
কোথায় বাড়ি, কেমন মানুষ, কী তাঁর পরিচয়?


জানল যখন অবাক হল সাগরে অনল!
কে জোগালো তাঁর হৃদয়ে এমন মনোবল?
একনাগাড়ে এত প্রশ্ন একটাই উত্তর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহাশক্তিধর।


জ্ঞানের সাগর বিদ্যাসাগর গরিমা অতুল
এ' সাগরের তল পাবে না  নীল দিগন্ত কূল।
এই সাগরের ঢেউয়ের ঘায়ে কুপ্রথা চুরমার
বিধবাদের পরিত্রাতা যুক্তি ক্ষুরধার।


পোশাক-আশাক খুব সাধারণ সুমার্জিত বেশ
সৌরভে তাঁর পূর্ণ হৃদয় হয়নি আজও শেষ।
অসম্মানের জবাব দিতে পেরোয় ক'টা রাত
বুঝিয়ে দিল কেমন দৃঢ় চিনিয়ে দিল জাত।


তাঁর লেখা বই ব্রাত্য এখন বড় দুঃসময়
কথামালা-বোধোদয়-এ শিশুর চিত্ত জয়।
দুশোতেও বিদ্যাসাগর সমান প্রাসঙ্গিক
সূর্যসম তাঁর দ্যুতিতে উজল চতুর্দিক।


@অজিত কুমার কর