ডেকেছি মেলেনি সাড়া সাঁঝে অন্ধকারে
শিকলে দিলেম নাড়া আমি বারে বারে।
দরজা ভিতর থেকে ছিল বন্ধ করা
কীসে এত মগ্ন ছিলে রহিলে অধরা।
ভগ্ন মনোরথে ফিরি চিহ্ন রাখি কীসে
গন্ধ সে তো যাবে উবে সমীরণে মিশে।
করস্পর্শ রবে শুধু শিকলের 'পরে
এটুকু গেলেম রেখে এসে ক্ষণতরে।


চুমোয় ভরাবে শশী রাঙা দুটি গালে
জানি আমি জেগে তুমি উঠিবে সকালে।
দুশ্চিন্তা করো না প্রিয়ে বৃথা ক্লান্ত হবে
তবুও উদাস চোখ শেফালি সৌরভে ।
শিকল উঠিবে গেয়ে তব স্পর্শ পেয়ে
বিষণ্ণতা থেকো দূরে ফেলো নাকো ছেয়ে।