অসীম আকাশ মা সারদা আবার ছোট্টো নীড়
একটুখানি ঠাঁই পেতে তাই জমায় এসে ভিড়।
পথহারাও পথ খুঁজে পায় হয় নাকো চঞ্চল
ছায়াঘন স্নিগ্ধ শীতল মায়ের ওই অঞ্চল।


জগন্মাতা মা সারদার হৃদয় করুণার
মূর্তিমতী সরস্বতী ব্রহ্মজ্ঞানাধার।
আনন যেন পূর্ণ শশী স্নেহের প্রস্রবণ
মায়ের চোখে সবাই সমান মমত্ব এমন।


‘নিজেকে না আড়াল করে খোঁজো কোথায় দোষ
পরের ত্রুটি খুঁজতে গেলে বাড়ে কেবল রোষ’
মা সারদার বাণী এটি দেখায় বাঁচার পথ
অসংখ্য পথ মোক্ষলাভের যেমন ভিন্ন মত।


মায়ের নয়ন অতল সাগর দৃষ্টি অন্তহীন
বিশ্বভুবন চোখের পাতায় কর্ম ক্লান্তিহীন।
লীলাসঙ্গী পরমপুরুষ মহা মহেশ্বর
মা-ই রাধা মা-ই সীতা স্বর্গ মর্ত্য  ঘর।