*****************************
   মিষ্টি সকাল রঙিন বিকাল রথযাত্রা আজ
    দুপুরবেলা বৃষ্টি এল থমকে গেল কাজ।
        ব্যস্ত সবাই সকাল থেকে
         রংকাগজে দিচ্ছে ঢেকে
চূড়ায় ওড়ে লাল পতাকা চোখ জুড়নো সাজ।


  পথের পাশে কত দোকান হরেকরকম মাল
ও’পথ দিয়ে গড়বে চাকা আকাশ লালে লাল।
            উনুন ‘পরে হচ্ছে ভাজা
            মস্ত পাঁপর গরম তাজা
কুড়ুর কুড়ুর খাচ্ছে সবাই নড়ছে শুধু গাল।


জয় জগন্নাথ জয় সুভদ্রা টানছে লোকে রথ
    বলভদ্র আসীন রথে জনারণ্য পথ।
         বাজে আমার বাঁশের বাঁশি
          উপচে পড়ে খুশির রাশি
হাসির সাথে দুলছে কেমন দিদির নাকের নথ।


মা আর আমি দিদি বাবা দোলাতে ঘুরপাক
   দাদু-দিদা উচ্চরবে দিচ্ছে আমায় ডাক।
            কল্পনাতে উড়ছে পরি
            ইচ্ছে করে ওদের ধরি
  নামার পরে ভাবছি আমি ওরা স্বর্গে থাক।
*******************************