জগৎ চলমান
অজিত কুমার কর


কাজে মন নেই করছোটা কী
ডাকছি তোমায় কালা নাকি?
কর্ম করতে বলছি,
আমরা তিনটি ঘড়ির কাঁটা
বন্ধ হয়নি কারুর হাঁটা
অবিশ্রান্ত চলছি।


স্রোতস্বিনী প্রবহমান
শোনায় নিত্য তাঁর কলতান
গেয়েই চলছে চলবে,
প্লাবন যতই হোকনা কেন
চরম বিভীষিকা যেন
থামতে ওকে বলবে?


মানবজীবন ক্ষণস্থায়ী
বিফল হলে আপনি দায়ী
সময় নষ্ট করছো,
প্রতিটি ক্ষণ হচ্ছে অতীত
করছো না যা করা উচিত
ভ্রান্ত পথে চলছো।


পৃথিবীও চলছে ঘুরে
সূর্য আছে অনেক দূরে
নিয়মনীতি মানছে,
আমরাও পাক খাচ্ছি সাথে
অবিশ্রান্ত দিবস রাতে
ঢেঁকিটা ধান ভানছে।


হবে কবে বোধের উদয়
কীসের জন্য কর্মকে ভয়?
প্রাচীর ভেঙে পড়বে,
এ পরীক্ষা সারাজীবন
মনকে শক্ত করো এখন
তবেই শীর্ষে চড়বে।


© অজিত কুমার কর