এ’কথা অজানা নয় এটা একটা জলসাঘর
তবু দ্বেষ তবু ঘৃণা বাছবিচার আপন পর।
শোণিতপ্রবাহ এক পূর্বপুরুষ আদম ইভ
অযথা ক’রছ কেন বর্ণবিচার মহান জীব।


চিন্তনেও দৈন্যদশা কোমলবৃত্তি কোথায় আজ
বৈষম্যের উন্মুলন এটাই এখন মুখ্য কাজ।
গোলোকাকার পৃথিবী খুঁজছি বৃথাই সীমা তার
সুস্থিতি সহাবস্থান ক’রবে  নিকেশ দুঃখভার।


(৮/১০ অক্ষরবৃত্তে লেখা)