প্রিয়া – ‘শ্যামলিমা’ নির্মল গ্রাম
       কঠিন শ্রম ও ঘামের দাম।
               সদিচ্ছা-বল
              হয় না বিফল
           ভুবনমাঝে স্বর্গধাম।


প্রিয় – রাখতে হবে মান বজায়
      কেউ যেন ঝুল না দেয় গায়।
            এ গ্রাম তোমার
            এ গ্রাম আমার
       কীর্তি ছড়াক হৃদয় চায়।


প্রিয়া – বিষাবে না কারুর মন
       আছ যেমন রও তেমন।
             আলোচনা
              বনিবনা
       গ্রামবাসীরা খুশ এখন।


প্রিয় – গ্রামবাসীরাই কুশীলব
        অসম্ভবও হয় সম্ভব।
            শান্তি কীসে
            মিলেমিশে
       রইলে, ঘুচে দুঃখ সব।


প্রিয়া – পরস্পরের সৌজন্য
         মোটেও নয় নগণ্য।
            তবেই শান্তি
            নেই বিভ্রান্তি
        জরুরি খুব এ জন্য।


প্রিয় – গড়বো একটা গ্রন্থাগার
      পড়বে শিখবে যা দরকার।
                অগ্রগতি
             ছড়ায় জ্যোতি
       কাটায় মনের অন্ধকার।


প্রিয়া – ছোটো বড় শিল্পকাজ
        উন্নতিতে লাগবে আজ।
              কর্মশালা
           শেখার পালা
     গড়বে নিজেই আপন তাজ।


প্রিয় – ব্যায়ামাগার একটা চাই
         যোগাসনের জুড়ি নাই।
             সুঠাম শরীর
            ওটাই মন্দির
        অসুখবিসুখ টা-টা বাই।


প্রিয়া – বসে থাকলে চলবে না
        করতে হবে শোধ দেনা।
                কুক্ষিগত
             দিলাম কত!
       মানবজীবন জল-ফেনা।


প্রিয় – এই পৃথিবী মা’র মতো
           আদর যত্ন সতত।
               জীবন ধন্য
               মায়ের জন্য
        মা গো প্রণাম লও শত।