*                   জননী
              অজিত কুমার কর


ফুলের মতো কোমল ছিল আমার মায়ের মন
মা'র আঁচলেই বাঁধা ছিল ছোট্টো এই জীবন।
           আমি মায়ের ন্যাওটা বড়
             দুষ্টুমিতে বেজায় দড়
  দুঃখ কীসে সুখী কখন জানতে পারে সব
  এখনো যে শক্তি জোগায় গচ্ছিত সৌরভ।


   সর্বদা মা'র মুখে হাসি, কাজের নেইকো শেষ
মায়ের কাজে হাত লাগাতাম লাগতো আমার বেশ।
              গরু নিয়ে মাঠে যাওয়া
           লাগতো গায়ে শীতল হাওয়া
    ফাইফরমাশ খাটা ছিল নিত্যদিনের কাজ
  যাইনি ভুলে কোনো কথাই পড়ছে মনে আজ।