*                  জননীর অনুভূতি
                   অজিত কুমার কর


প্রথম যেদিন কানে এলো শিশুর মুখের মা-মা বোল
বাংলা ভাষা শিখল কবে, নরম গালে পড়ল টোল!
                    খুশি তখন বাঁধনহারা
                 চোখের কোণে লক্ষ তারা
অশেষ কৃপা প্রভু তোমার ভরিয়ে দিলে শূন্য কোল।


    শিশুর শিক্ষা আরম্ভ হয় যখন‌ থাকে জঠরে।
                বাংলা মায়ের মৃত্তিকা জল
                  মধুর বাতাস রাখে সচল
    সতেজ হয়ে বেড়ে ওঠে দুই মায়েরই আদরে
  শিশুর মুখে হাসি দেখে সব মায়েরই বুক ভরে।