সন্তান না যদি বোঝে জননীর ব্যথা
তাহলে বুঝিবে কেবা ধরণিতে হায়!
অস্থিচর্মসার দেহ, দেবতা সহায়।
উদাস দৃষ্টি চোখের, করে না অন্যথা
পক্ষীরা শোনায় গান, অসীম শূন্যতা।
তাকায় না ফিরে কেউ দিন কেটে যায়
ভারাক্রান্ত দেহ মন কারে বা জানায়;
এটাই কী লেখা ছিল বল হে দেবতা।

কার স্তন পান করে হয়েছি এমন
বহে না কি মা’র রক্ত শিরা-ধমনীতে?
নীরবে নিভৃতে ঝরে থামে না ক্রন্দন
সদা শশব্যস্ত মাতা সন্তানের হিতে।
ঈশ্বর নির্বাক রয় করুণা দুচোখে
কোথায় ওদের স্থান স্বর্গে না নরকে।