*          জননীরা কেবল ভালোবাসা চায়
                    অজিত কুমার কর


   জীবদ্দশায় এমন পূজা জননীরা কেউ কি পায়?
চায় না পূজা, একটু আদর ভালোবাসা কেবল চায়।
                 সেটুকুও পায় না তাঁরা
                  নয়নে বয় অশ্রুধারা
   বৃদ্ধাবাসে কিংবা ঘরে দুঃখে জীবন কেটে যায়
  কেন এমন মাতোয়ারা মৃন্ময়ী মা'র এই পূজায়?


মায়ের দিকে নজর দেওয়ার সময় কোথা সন্তানের
নতুন নতুন পোশাক পরে ঘুরছে পথে, নজির ঢের।
                অসুর-ভয়ে যারা কাতর
              তারা আবার দেবে কী বর?
  উমা একাই পরিত্রাতা, সেও নারী, পাওনি টের
    পার যদি অতি শীঘ্র দুঃখ ঘোচাও মায়েদের।