বেঁচে আছি ভালোবেসে ভালোবাসা পেয়ে
না হলে জীবন হতো শুষ্ক মরুভূমি
প্রণমি চরণপদ্মে মহীয়সী তুমি
দিন মাস কেটে যায় ভাটিয়ালি গেয়ে।
কীভাবে কে রক্ষা করে ঝড় এলে ধেয়ে!
কাহার কোমল হস্ত শিরে যায় চুমি
সার্থক জনম মাগো পুণ্য মাতৃভূমি
অপার সৌন্দর্যটুকু দেখি আমি চেয়ে।


কোথা পাব এত সুখ যেমন এখানে
শ্যামল ধানের খেত দুগ্ধবতী ধেনু
হৃদয়ে শীতল স্পর্শ আমোদিত করে।
মাদলের তালে খুঁজি জীবনের মানে
প্রেমের পরশ দেয় মধুক্ষরা বেণু
যেটুকু বেদনা জমে পড়ে যায় ঝরে।