.            জন্মদাত্রী মা ও মাটি মা
                অজিত কুমার কর


মা-ডাক শুনে মায়ের চিত্ত রয় না মোটেও স্থির
    সমস্ত কাজ ফেলে দিয়ে তক্ষুনি হাজির।
             কী হয়েছে ডাকলি কেন
            আকাশ থেকে পড়ছে যেন
   ঠান্ডা করে ফিরবে কাজে হবে ঘরবাহির।


     দেশের মাটি সবার প্রিয় জননী যেমন
   রসদ জোগায় সারাজীবন লুক্কায়িত ধন।
              বুকে ধরে পাহাড় নদী
              সোহাগ করে নিরবধি
কোথাও সাগর-উপত্যকা, কোথাও গহিন বন।


         পশুপাখি কীটপতঙ্গ সর্বদা জঙ্গম
    প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ মনোবল দুর্দম।
              জলে স্থলে আকাশপথে
              ছুটছে মানুষ বিজয়রথে
    অজানাকে জানার চেষ্টা, বিজয়ে সক্ষম।


   মা-মাটি আর মানুষ-সাথে আছে জীবজগৎ
     প্রকৃতি-মা চিরকালই দেখায় চলার পথ।
                 বিঘ্ন এলে মুক্তি আছে
               বাঁচার ওষুধ মজুত গাছে
     কেমন করে চলতে হবে শেখায় সহবত।


@অজিত কুমার কর