*     **জন্মদাত্রী মা**


  একটি বর্ণের পরেই আ-কার
      তবু্ও তা কী চমৎকার!
             মা তুমি মা
             কী মহিমা
     মা, জননী ওগো আমার
ছিলে সাকার আজ নিরাকার।


চাওয়ার আগেই সব পেয়ে যাই
           চাইলে আরো
           বুঝতে পারো
  শেষে হয়তো তোমারই নাই।


  অপার স্নেহ লুকিয়ে আছে
           মায়ের বুকে
  কী ভাবে সে রাখবে ছা-কে
           পরম সুখে!
   নিজের প্রতি লক্ষ্য নজর
           রাখে না মা
  কোলের শিশু কখন দেবে
          নিজেই হামা।


মা-এর সংজ্ঞা কেউ কি জানে?
           জানি না তো
          পাইনি তা তো
   মা শব্দটির কী বা মানে!


সবটা পারে বিলিয়ে দিতে
হাত বাড়িয়ে চায় না নিতে।
          মা-ই পারে
          এ সংসারে
নিজের বাদে সবার হিতে
   হাস্যমুখে শান্ত চিতে।