আমার জিশু গির্জাতে নেই ফুটপাতে তার বাস
কেউ বা থাকে নালার ধারে কষ্ট বারোমাস।
ডিসেম্বরের কড়া শীতে একটা জামা গা’য়
তাও আবার তাপ্পি দেওয়া, যা জোটে তাই খায়।


একটা রাতে যা খরচ হয় দেখলে লাগে তাক
আলোয় আলো ঘরবাড়ি পথ পতঙ্গদের ঝাঁক।
কয়েক হাজার পাহারাদার, সুরক্ষা দরকার!
কীসের জন্য এ’আয়োজন এ’জন্মদিন কার!


চতুর্দিকে হরেক মেলা তাই এত হুল্লোড়
জনগণের করের টাকায়, যেমন পারিস ওড়।
রাজা রানির হস্ত দরাজ পায় কত সম্মান
ধন্য ধন্য সবার মুখে, এই নেতা মহান।


স্রোতের টানে চলছে ভেসে মোহনা নয় দূর
লক্ষ্য নজর ঘুরিয়ে দিতে যাক-না কোহিনুর।
ভ্যাবচ্যাকা আমজনতা নীরব প্রতিবাদ
কলকাঠি তো ওদের হাতে জীবনটা বরবাদ।