তোমার কথা বেশি করে পড়ছে আজি মনে
কত স্মৃতি জড়িয়ে আছে ভুলি কেমন করে
অসুস্থতার খবর পেলাম শ্রাবণ বরিষণে।


সেদিন যেমন বর্ষা ছিল আজও যাচ্ছে ঝরে
সারা আকাশ সকাল থেকে মেঘেই ঢেকে আছে
তাকিয়ে আছি বাহির পানে ব্যথাতুর অন্তরে।


এমন অভিমানী তুমি এলে না আর কাছে
ত্রুটি আমার ষোলোআনা জীবন দুর্বিপাকে
দাওনি খবর একটিবারও, আটকে রাখি পাছে।


যেখানে যার জীবন কাটে যায় না ভোলা তাকে
একার হাতে সামলাতে সব দশভূজার মতো
এসব কথা এখন আমি শোনাবো আর কাকে।


পড়শি ছেড়ে থাকতে তোমার খুবই কষ্ট হ’তো
এখানে তো খাওয়া ঘোরা, না হয় টিভি দেখা
বেশ কিছুদিন রইলে হেথা বন্ধু পেতে কতো।


থাকতো পাশে নাতিনাতনি রইতে না মা একা
তোমার আশীর্বাদে ক’জন আছি পরম সুখে
পাশে আছে জীবনসাথি তোমার প্রিয় কেকা।


ঝাঁপাতে খুব ইচ্ছে করে তোমার আকাশ-বুকে
অঘোর ঘুমেও ফুটে ওঠে মা মা ধ্বনি মুখে।