যাত্রাশেষে শেষযাত্রা


ভাঙবে না রে মায়ের এ ঘুম
আর কখনো খাবে না চুম
গভীর ঘুমে নিমগ্ন মা
ক্লান্ত ভীষণ দুপুর নিঝুম।


'ডাকছি এত দেয় না সাড়া
সঙ্গী তো নেই এই মা-ছাড়া
কখন আমরা ফিরব বাড়ি
মায়ের কেন নেইকো তাড়া?'


কোথা গুজরাত কোথা বিহার
জলের অভাব অমিল খাবার
যাত্রাশেষে পরান উধাও
যাত্রী-রক্ষার দায়িত্ব কার?


শ্রমিক যারা নয়কো ধনী
দুর্ব্যবহার তাই এমনি?
শাবাশ শাবাশ মন্ত্রীমশায়
তাক করেছে কে তর্জনী?


আগাছা-নাশ হোক এভাবে
অনেক রসদ বেঁচে যাবে
অঢেল অর্থ দেউল গড়ার
কীর্তিগাথা তায় ছড়াবে।


##অজিত কুমার কর