শিউলিডালে গাহে পাখি
জয়াকুঞ্জে বাঁধে রাখি
মধুর মিলনমেলা,
কবিতা-গান-গল্প-নাটক
সকাল থেকে মধ্যাহ্ন তক
আবার বিকেলবেলা।


দুপুরে ভোজ ডালখিঁচুড়ি
রিনিকঝিনিক কাঁকন চুড়ি
জয়শ্রী-মল্লিকা,
মণিমালা আর মৌমিতা
সুমিত্রা ও পারমিতা
পরিয়ে দিল টিকা।


রইবে গাঁথা সুখস্মৃতি
গুনগুনাবে মিলনগীতি
জয়ার জল–অঞ্জলি,
মন-বাতায়ন রাখি খুলে
শিউলি-হিজল-বকুল ফুলে
তৃষ্ণা মেটায় অলি।


যায় যদি দিন এমনি কেটে
মনোবাঞ্ছা সবার মেটে
সবায় আপন ক’রে,
এটাই হ’ল পরম পাওয়া
পূরণ হবে সকল চাওয়া
উঠবে হৃদয় ভ’রে।