যে যায় কোথা যায়
অজিত কুমার কর


এই মাটি এই ঘরবাড়ি
ছেড়ে যেতে হবে একদিন
রয়ে যাবে জননীর ঋণ
চিরতরে হবে ছাড়াছাড়ি।


লাগিয়েছি যত গাছপালা
চেয়ে রবে বিদায়বেলায়
জল ছাড়া বেঁচে থাকা দায়
কে বলেছে ওরা বোবা কালা?


টুপটুপ দু'ফোঁটা শিশির
সমীরণে পাতা থরথর
চাঁপা জুঁই ছড়াবে আতর
প্রিয়তির দু'নয়নে নীর।


যে যায় সে ফেরে কি আবার?
তবে কোথা যায় বিদেহীরা
ভাবলেই দপদপ শিরা!
বেজে ওঠে হৃদয়ে সেতার।


© অজিত কুমার কর