দুর্গম অর্ণব-বুকে বাজিছে যে গান
হৃদয়ে জাগাতে হবে তাকে সুষমায়
কেমন সে সুরলোক আছে অজানায়
অনাদি অনন্তকাল কীবা তাঁর তান!
অনিন্দ্য সুন্দর সে যে বিধাতার দান
অপার রহস্যে ঘেরা ঢাকা তমসায়
উদ্ভাসিত হবে কবে কার ইশারায়
রেখেছি পাতিয়া তাই জলধিতে কান।


কত-না জটিল পথ আজো ভেদ করি
সহ্য ক’রে নিরন্তর অসামান্য চাপ
ভেসে ওঠে বুকে তার তরঙ্গ লহরি
ঘেঁষে না নিকটে কোনো দ্বেষ-ঘৃণা-পাপ।
সাধুসন্ত পাপীতাপী খোঁজে কোহিনুর।
কাহারো কি কর্ণে পশে সে গানের সুর?