##বিদ্রোহী কবি কে শ্রদ্ধার্ঘ্য##


জেগে ওঠো নজরুল
অজিত কুমার কর


বাধার প্রাচীর ভেঙে দিতে পারে অনায়াসে নজরুল
গা'র জোরে নয় লেখনীর ধারে তুলে ফেলে বিষ-মূল।
কোথায় তেমন শানিত লেখনী তেমন দরদি মন
মিত্রতা তাঁর ধমনীতে বহে নেই কোনো বিভাজন।


নারী ও পুরুষ কোথায় প্রভেদ নারীরা জোগায় বল
ক্ষমতার জোরে পাত্তা না দেওয়া কেন হীন কৌশল।
হেলেন কেলার বেগম রোকেয়া মা সারদা নিবেদিতা
কত অবদান রেখে গেছে তাঁরা, সকলে অপরাজিতা।


কৃষক শ্রমিক কুলি বা মজুর তাঁরা কী মানুষ নয়
কুনজরে দেখে শোষক, শাসক সুচতুর অভিনয়।
হাঁটছে শ্রমিক রাজপথ ধরে বাস ট্রেন পথে নেই
অনাহারে ওরা ঘরমুখো আজ ঝরে প্রাণ অকালেই।


নজরুল নেই সুকান্ত নেই রয়েছে অনামী কবি
তোয়াক্কা নেই শাসকশ্রেণির দেখে শুধু জলছবি।
পরিযায়ী নাম পেয়েছে শ্রমিক প্রতিবাদ কেবা করে
মন্ত্রী আমলা আমরা অনেকে পরিযায়ী চরাচরে।


ঝলসে উঠুক অযুত লেখনী হতে হবে সোচ্চার
জনতা এবার হুঙ্কার ছাড় থেকো না মৌন আর।